top of page
Search
infoanz2025

বসুন্ধরায় করুন আপনার স্বপ্নের বাড়ি, ৫০% কম খরচে

বসুন্ধরা আবাসিক এরিয়ায় নতুন প্রজেক্ট - দক্ষিণমুখী জমির শেয়ার বিক্রয় (N ব্লক, ৬ কাঠা জমি)

জমির শেয়ার মূল্য: ২২ লক্ষ টাকা (ফিক্সড) [আগে আসবেন, আগে পাবেন ভিত্তিতে]


জমি ও বিল্ডিং এর ধারণা:

জমি: দক্ষিণমুখী ৩+৩= ৬ কাঠা

বিল্ডিং প্ল্যান: G+9 (দশ তলা)

ফ্ল্যাট আয়তন: ১৩২৫ স্কয়ার ফুট +-

মোট ফ্ল্যাট: ১৮ টি (২ ইউনিট /ফ্লোর)

পার্কিং: ১:১ (সেমী বেসমেন্ট হবে)

প্রজেক্ট হস্তান্তর: ২০২৫ (সবার সহযোগিতায় )

জমির রেজিস্ট্রেশন: ১৮ এপ্রিল'২২ (সোমবার)

জমির বুকিং নিশ্চিতকরণ: আগামী ১৫ দিনে মধ্যে



পেমেন্ট পদ্ধতি ও খরচ-লাভ এর ধারণা:

১. ৮ লক্ষ টাকা: বুকিং এর সময়

২. ২০ লক্ষ টাকা: রেজিস্ট্রেশন এর সময়

৩. নির্মাণ খরচ: ২২০০+- টাকা প্রতি স্কয়ার ফুট হিসেবে ৩০+- লক্ষ টাকা প্রতি ফ্ল্যাট এর জন্য। উক্ত টাকা ৩০-৩৬ ইনস্টলমেন্ট এ পরিশোধ করতে হবে প্রজেক্ট এর অগ্রগতির সাথে সামঞ্জস্য রেখে।

৪. সরকারি নিয়মানুযায়ী স্ট্যাম্প এ চুক্তি করে নেয়া হবে। পেমেন্ট এর সর্বোচ্চ নিশ্চয়তা অবশ্যই দেয়া হবে। আপনার ল্যান্ড শেয়ারটি আপনার নাম রেজিস্ট্রেশন হবে। সুতারং, আপনার বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ।

৫. সর্বমোট ৫৮+- লক্ষ টাকায় ১৩২৫+- স্কয়ার ফুট এর ফ্ল্যাট পাবেন। মূলতঃ আপনি এই ফ্ল্যাটটি ২০২৫ সালে কিনতে গেলে রেজিস্ট্রেশন, পার্কিং, ইউটিলিটি সহ আপনাকে ১.১০+- কোটি টাকা খরচ করতে হবে অথবা আপনি ১.০১+- কোটি আপনার ফ্লাট টি বিক্রয় করতে পারবেন।


বিশেষ দ্রষ্টব্য: ১. শুধুমাত্র শিক্ষিত ও মার্জিত পেশাজীবীরাই এই প্রজেক্ট এর অর্ন্তভুক্ত হতে পারবেন। ২. প্লটটি দক্ষিণমুখী এবং সার্বিকভাবে খুবই সুবিধাজনক অবস্থানে। ৩. প্লটটি এখন বাড়ি করে এখনই বসবাসযোগ্য জায়গায়। আশেপাশে জনবসতি বিদ্যমান। ৪. উন্নত প্রযুক্তির স্বমন্নয়ে ভবনটি নান্দনিকরূপে নির্মাণ করা হবে যেখানে নিরাপত্তাই প্রথম (ভূমিকম্প, আগুন, বিদ্যুৎ এর দুর্ঘটনা মোকাবেলায় আধুনিক প্রযুক্তি অগ্রগণ্যভাবে ব্যবহার করা হবে) ৫. পরিবেশ বান্ধব মানসম্মত নির্মাণ সামগ্রী ব্যবহার নিশ্চিত করা হবে। ৬. বিল্ডিং কনস্ট্রাকশন এর সকল প্রক্রিয়া স্বচ্ছ থাকবে ও সবাই নিয়মিত (প্রতি মাসে ১ বার) ইমেইল এর মাধ্যমে খরচ এর আপডেট পাবেন। ৭. রিমোট সফটওয়্যার এর মাধ্যমে আপনি আপনার প্রজেক্ট এর অগ্রগতি পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে দেখতে পাবেন যেকোনো সময়ে। ৮. লটারির মাধ্যমে ফ্ল্যাট নির্ধারিত হবে। ২য় তলা এবং টপ ফ্লোরের মালিকরা অন্যান্য মালিকদের কাছ থেকে বিশেষ সুবিধা পাবেন যা লটারির আগেই নির্ধারিত হবে। ৯. যারা সম্পূর্ণ ফ্লোর নিয়ে থাকতে চান (যাদের বড় স্পেস দরকার), তারা ২ টি শেয়ার নিতে পারেন এবং এক্ষেত্রে ২টি ফ্ল্যাট এর মালিকদের লটারি সবার আগে হয়ে ফ্লোর নির্ধারিত হবে। ১০. কারো জরুরী প্রয়োজনে টাকার দরকার হলে, আমরা তার শেয়ার টি কিনে রাখবো। প্রজেক্ট ম্যানেজমেন্ট টীম এর লিখিত পূর্বানুমতি ব্যাতিত প্রজেক্ট এর বাহিরের কোনো লোকের কাছে শেয়ার বিক্রি বা হস্তান্তর করা যাবেনা। ১১. প্রজেক্ট চলাকালীন কোনো শেয়ারহোল্ডার মৃত্যুবরণ করলে, তার যথাযথ উত্তরসূরি মালিকানা দ্রুত বুঝে নিবেন এবং প্রজেক্ট চালু রাখতে সার্বিকভাবে সচেষ্ট থাকবেন। ১২. প্রজেক্ট সময়ানুযায়ী হস্তান্তরের স্বার্থে, প্রজেক্ট চলাকালীন সবাইকে সমানভাবে অর্থনৈতিক দিক দিয়ে প্রজেক্ট ম্যানেজমেন্ট টীম এর নির্ধারিত সময়ানুযায়ী প্রস্তুত থাকতে হবে।

21 views0 comments

Comments


bottom of page