তানভীর আইবিএ থেকে পাস করেছে। ইউনিলিভার তাকে ৮০,০০০ টাকার চাকুরী অফার করেছে। সাথে গাড়িও দিয়েছে। মা, বাবা প্রেমিকা সবাই চাচ্ছে তানভীর জয়েন করুক।
-
নুসরাত সান্তা মারিয়াম থেকে ফ্যাশন ডিজাইনিং শেষ করে বেক্সিমকো থেকে খুব ভালো চাকরীর অফার পেয়েছে।
-
সীমান্ত বুয়েট থেকে সিএসই কমপ্লিট করেছে। সামসাং আর মাইক্রোসফট বাংলাদেশ থেকে অফার ঝুলছে।
-
উপরের ৩ জন তরুন-তরুনি প্রচণ্ড মেধাবী কিন্তু তাদের ৩ জনের কেউই চাচ্ছে না কোথাও জয়েন করতে। পৃথিবীর নিয়মে ঘুরতে ঘুরতে ৩ জনের দেখা হয়ে গিয়েছিল। তারা চাচ্ছে তাদের ৩ জনের এই দক্ষতাকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে নিজেরা কিছু করতে কিন্তু পরিবার আর সমাজ কেউ তাদের সাথে নেই।
-
কোন একটা বিশেষ কারনে পৃথিবীতে সবাই উদ্যোক্তা হয়ে জন্ম নেয় না। ১০০ জনের ভেতর ৩ জন চায় এমন কিছু করতে। সেই ৩ জন কেউ আমরা ঠিক মত অনুপ্রানিত করতে পারি না।
-
একটা দেশের ইকনোমিতে এই উদ্যোক্তাদের ভূমিকা কত জানেন? অনেক বেশি!! কিন্তু কেন তাহলে তাদের অনুপ্রানিত করা হয় না? দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করে যদি কেউ চাকরী না করে কেন তাকে অবহেলায় ফেলা হয়? কেন?
-
এমন কি একজন স্ট্রাগিলিং উদ্যোক্তাকে তার দীর্ঘ দিনের প্রেমিকা, বউ সবাই ছেড়ে চলে যায় কারন তার কাছে নাকি লাইফ সিকিউর না। কি অদ্ভুত!! মনে হচ্ছে, চাকরী খুব সিকিউর। আরে ভাই এই পৃথিবীতে কোনো কিছুই সিকিওর না।
-
মনে রাখবেন একটা ভার্সিটি যদি ৫০ টা বিসিএস ক্যাডার বা ৫০ টা ভালো এমপ্লয়ী বের করে থাকে তাহলে যেই ভার্সিটি ৫০ টা উদ্যোক্তা বের করে সে আসলে ১০০০ কর্মসংস্থান তৈরি করে। খুব ছোট একটা স্টার্ট- আপেও মিনিমাম ১৫ জন লোক কাজ করে।
-
উদ্যোক্তা দের সম্মান করুন, কারন তারা নতুন কিছু , নিজের কিছু করার জন্য মাঠে নেমেছে।
#রিপোস্ট
Comentarios